শিরোনাম
রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

শিল্প বাঁচাতে কপিরাইট আইনের কঠোর বাস্তবায়ন জরুরি

নিজস্ব প্রতিবেদক

‘সৃজনশীল মানুষরা অনেক ত্যাগ স্বীকার করে শিল্প সৃষ্টি করেন। এক শ্রেণির অসাধু লোক সেই শিল্প মেধাস্বত্ব চুরি করে নিজের নামে বেচে খায়। এতে গুণী মানুষগুলো শেষ বয়সে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান। কপিরাইট আইন কঠোরভাবে প্রতিষ্ঠিত হলে শিল্পীদের এমন বেহাল দশা দেখতে হবে না। দেশের শিল্পী ও শিল্প উভয়ই বাঁচবে।’‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইট আইনের ভূমিকা : সমস্যা, সুযোগ ও সম্ভবনা’ শীর্ষক কর্মশালার মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন। কর্মশালার সঞ্চালনা করেন দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও অভিনেতা শহিদুল আলম সাচ্চু। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস, বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী, চিত্রনায়িকা অঞ্জু ঘোষ, নাট্য অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার মাসুম রেজা প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্যারিস্ট্রার ফেরদৌস রহমান। দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর