সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

আগের দিনের ধারাবাহিকতায় দরপতন অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১০৭ কোটি টাকা কম হয়েছে। ৩৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানির মধ্যে ৮৮টির বা ২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২২১টি বা ৬৩ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি বা ১২ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে গ্লোবাল ইন্স্যুরেন্স। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আমান ফিড, মুন্নু সিরামিক এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯৫ পয়েন্টে। হাত বদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। ১১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে সিএসইতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর