সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা
বিদ্যুতের নতুন সংযোগ

টিআইএন বাধ্যতামূলক না করার প্রস্তাব মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের নতুন সংযোগের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক না করার সুপারিশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্রামের কৃষকদের কথা মাথায় রেখে গতকাল সংসদে বাজেটের ওপর আলোচনায় এ সুপারিশ করেন তিনি।

নসরুল অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গ্রামের গরিব কৃষকদের পক্ষে টিআইএন খোলা এবং তা পরিচালনা করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।’ তিনি সব নতুন গ্রাহকের পরিবর্তে ৫০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীর টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব দেন। তিনি তার বক্তব্যে প্রস্তাবিত বাজেটে বিদ্যুতের নতুন গ্রাহকদের টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক না করার প্রস্তাব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর