সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

স্টেম সেল পদ্ধতিতে সুস্থ হবে কিডনি ও ডায়াবেটিক রোগী

নিজস্ব প্রতিবেদক

স্টেম সেল পদ্ধতির চিকিৎসায় সুস্থ হবে ডায়াবেটিক, কিডনি, লিভার ও অটিজম রোগী। মানবদেহ থেকে বিশেষ প্রক্রিয়ায় বের করে আনা স্টেম সেল দিয়ে সারিয়ে তোলা যাবে ক্ষতিগ্রস্ত অঙ্গপ্রত্যঙ্গ। সচল করা যাবে অকেজো রক্তনালি ও ক্ষতিগ্রস্ত স্নায়ু। বাংলাদেশে এই চিকিৎসার প্রসার ঘটাতে পারলে কিডনি ও লিভার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এক সেমিনারে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর আফতাবনগরে গতকাল বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে (বিএলসিএস হাসপাতাল) আয়োজিত সেমিনারে আলোচনায় এ বিষয়টি উঠে আসে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিমুর রহমান। অধ্যাপক সেলিমুর রহমান বলেন, ‘স্টেম সেল লিভার ট্রান্সপ্লান্টের বিকল্প, তা বলব না। তবে লিভার কিছুটা ভালো থাকতে এটা দিয়ে পরীক্ষা করে দেখা যায়। অনেক কম বয়সী লিভার রোগীকে স্টেম সেল দিয়ে ভালো ফল পেয়েছি। তাদের লিভার ধীরে ধীরে কার্যকারিতা ফিরে পেয়েছে।’

অধ্যাপক ফিরোজ খান বলেন, ‘স্টেম সেল চিকিৎসা পদ্ধতিটি নতুন। স্টেম দিলে কিডনি রোগী শতভাগ ভালো হবে তা এখনো বলা যাবে না। অকেজো কিডনি ট্রান্সপ্লান্টের বিকল্প নেই। তবে যেসব রোগীকে স্টেম দিয়েছি তাদের ৪০ ভাগ উন্নতি করেছে। অনেক রোগী ডায়ালাইসিস শুরু করেছিল, এখন আর লাগছে না।’

ডা. জাহাঙ্গীর মো. সারোয়ার বলেন, ‘বিএলসিএস হাসপাতালে গত ছয় মাসে ২২ জন কিডনি রোগীকে স্টেম সেল দিয়ে ১০ জনের উন্নতি পেয়েছি। আগে যাদের সপ্তাহে তিনবার ডায়ালাইসিস লাগত, এখন কারও দুবার, কারও একবার লাগে। একবার স্টেম সেল দিয়েই এ উন্নতি পাওয়া গেছে। দ্বিতীয়বার দিলে হয়তো আরও উন্নতি করবে।’

একবার স্টেম সেল দিতে তিন থেকে সোয়া তিন লাখ টাকা প্রয়োজন বলে জানান হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক।

অনুষ্ঠানে উপস্থাপিত মূল প্রবন্ধে দক্ষিণ কোরিয়ার স্টেম সেল বিশেষজ্ঞ ফ্রাঙ্ক হু জিন না বলেন, ‘অকেজো কিডনি ও লিভারের কার্যকারিতা ফেরাতে চিকিৎসাবিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কার স্টেম সেল পদ্ধতি। ডায়াবেটিক রোগীদেরও এ চিকিৎসা দিয়ে কার্যকর ফল পাওয়া গেছে। স্টেম সেল ক্ষতিগ্রস্ত স্নায়ু পুনরুজ্জীবিত করা, রক্তনালি সচল, ক্ষত সারানো, স্বাস্থ্যকর নাইট্রিক অক্সাইড রিসেপটর ফিরিয়ে আনতে ভূমিকা রাখে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর