মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

মেডিকেল ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

লালমনিরহাট প্রতিনিধি

মেডিকেল ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ উদ্যোগে ছয় দিনব্যাপী অনুশীলন মহড়া ‘এক্সারসাইজ প্যাসিফিক এনজেল ১৯-১”-এর কার্যক্রম গতকাল দুপুরে পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম, রাষ্ট্রদূত লালমনিরহাট জেলার কদমতলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্প (এইচএসও) এবং ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ে প্রকৌশল কার্যক্রমের জন্য স্থাপিত ক্যাম্প (এনক্যাপ) পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। মহড়া পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ বিমান বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এর আগে গত রবিবার ‘এক্সারসাইজ প্যাসিফিক এনজেল-১৯-১’-লালমনিরহাট সদর উপজেলার কদমতলা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়।

ছয় দিনব্যাপী এ মহড়ায় লালমনিরহাটের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা, বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত ভবন, বাড়িঘর নির্মাণে নানাবিধ সহায়তা প্রদানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ২৫০ জন ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর নেতৃত্বে ১০২ জন সদস্য অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর