মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

স্বর্ণমেলায় প্রথম দিনে বৈধতা পেল ৫ হাজার ভরি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে স্বর্ণমেলার প্রথম দিনে গতকাল ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা আদায় করেছে সিলেট কর অফিস। এই কর পরিশোধ করে স্বর্ণ ব্যবসায়ীরা বৈধ করে নিয়েছেন অপ্রদর্শিত প্রায় ৫ হাজার ১০০ ভরি স্বর্ণ। সিলেট কর অঞ্চলের উপকর কমিশনার কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার এই মেলা শেষ হবে।

সিলেটের কর কমিশনার রণজিত কুমার সাহা জানান, সরকার ব্যবসায়ীদের অপ্রদর্শিত স্বর্ণ সাদা করার সুযোগ দিয়েছেন। কেবল মেলা চলাকালীন নয়, ৩০ জুন পর্যন্ত অপ্রদর্শিত স্বর্ণের বিপরীতে আয়কর ও ভ্যাট প্রদান করা যাবে। এরপর আর কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। এর আগে দুপুরে নগরীর উপশহরে একটি হোটেলের হলরুমে দুই দিনব্যাপী স্বর্ণমেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) সৈয়দ গোলাম কিবরিয়া। নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, সকাল ১০টায় নগরীর বান্দ রোডের গ্রান্ড পার্ক হোটেলের বলরুমে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বরিশাল কর অঞ্চল এই স্বর্ণমেলার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর