শিরোনাম
বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

কয়রা ছাত্রলীগের কমিটি ঘোষণায় তৃণমূলে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মাত্র ২২ দিনের মাথায় কয়রা উপজেলা ছাত্রলীগের পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে পূর্বের কমিটি বাতিল করা হয়েছে। এ ঘটনায় তৃণমূলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নতুন কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা যায়, গত ২ জুন সালাউদ্দিন আহমেদকে সভাপতি ও সোহেল রানা সৌরভকে সাধারণ সম্পাদক করে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে খুলনা জেলা ছাত্রলীগ। তবে নতুন কমিটি কাজ শুরু করার পরপরই ওই কমিটি বাতিল করে শরিফুল ইসলাম টিংকুকে সভাপতি ও হাদিউজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নেতা-কর্মীরা জানায়, নতুন কমিটির সভাপতি শরিফুল ইসলাম টিংকু একজন আদম ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। কিছুদিন আগেও পাওনাদাররা খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করে। নতুন কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলকে সাংগঠনিক কর্মকান্ডে দেখা যায় না। এদিকে কয়রার দক্ষিণ বেতকাশি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিনুল আলম বলেন, নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিভিন্ন স্থানে ছাত্রলীগের ত্যাগী নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সাংগঠনিক কর্মসূচি নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর