বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

দিনাজপুরে ৩১ ইটভাটার বিরুদ্ধে তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশ জালিয়াতি করে ইটভাটার কার্যক্রম চালানোর অভিযোগে দিনাজপুরের ২৯টি ইটভাটার ৩১ মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ওই মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে দিনাজপুর জেলা পুলিশ। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে গতকাল পুলিশের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আদালতে ইটাভাটা মালিকদের পক্ষে শুনানি করনে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম। গত ২০ মে আদালতের আদেশ জালিয়াতি করে দিনাজপুরে ২৯ ইটভাটার কার্যক্রম চালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হাই কোর্ট। পাশাপাশি ইটভাটা পরিচালনায় হাই কোর্টের আদেশ জাল করার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে মামলা করতে দিনাজপুরের পুলিশ সুপারের প্রতিও নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সংশ্লিষ্ট জেলা পুলিশ হাই কোর্টে প্রতিবেদন দাখিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর