বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

শহীদজননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

শহীদজননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

শহীদজননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৬ জুন না ফেরার দেশে পাড়ি জমান মুক্তিযুদ্ধের চেতনার এই সেনানী। জাহানারা ইমাম মুক্তিযোদ্ধার গর্বিত মা, বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক।

তার নেতৃত্বেই নব্বইয়ের দশকে গড়ে ওঠে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন। ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারের সেই আন্দোলনই নতুনভাবে দেশের মানুষকে জাগিয়ে তোলে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে। মহান এই নারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৯২৯ সালের ৩ মে অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে ছেলে রুমী ও স্বামীকে হারান তিনি। মুক্তিযুদ্ধে ছেলে রুমীর আত্মত্যাগ এবং নিজের অবদানের জন্য আখ্যায়িত হন শহীদজননী হিসেবে।  ১৯৯৪ সালের ২৬ জুন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মিসিগান স্টেটের ডেট্রয়েট শহরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন শহীদজননী। তার রচিত উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে- অন্য জীবন (১৯৮৫), বীরশ্রেষ্ঠ (১৯৮৫), জীবনমৃত্যু (১৯৮৮), চিরায়ত সাহিত্য (১৯৮৯), বুকের ভিতরে আগুন (১৯৯০), নাটকের অবসান (১৯৯০), দুই মেরু (১৯৯০), নিঃসঙ্গ পাইন (১৯৯০), নয় এ মধুর খেলা (১৯৯০), ক্যান্সারের সঙ্গে বসবাস (১৯৯১) ও প্রবাসের দিনলিপি (১৯৯২)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর