বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ব্যাটারিচালিত রিকশা আরও তিন মাস চলবে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মানবিক কারণে খুলনা মহানগরী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঝুঁকিপূর্ণ এসব রিকশা চলাচল করতে পারবে। এর আগে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারিত ছিল।

গতকাল নগর ভবনের খুলনা সিটি করপোরেশনের ৬ষ্ঠ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে  সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।

সিটি মেয়র বলেন, পরিকল্পিত নগরী গড়ে তুলতে সরকারি সব সংস্থার কাজে সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, মহানগরীতে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে চৌদ্দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

 আগামী অর্থবছরে আরও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে খুলনাকে সমৃদ্ধ নগরীতে পরিণত করা হবে। সভায় কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর