শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

বগুড়া সদরে কমছে আওয়ামী লীগের ভোট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সদরে কমছে আওয়ামী লীগের ভোট

বগুড়া সদর আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট দিন দিন কমছে। গত ৯ বছরে এ আসনে আওয়ামী লীগের ভোট কমে অনেকটা অর্ধেকে নেমে এসেছে। দলের ভোটার কমলেও নেতারা পদ-পদবি আঁকড়ে নানা সুযোগ-সুবিধায় ব্যস্ত রয়েছেন। বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০০১ সালে জাতীয় নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম নৌকা প্রতীকে ভোট পান ৫৪ হাজার ৭৭৭ ভোট। ২০০৮ সালে এই ভোট বেড়ে দাঁড়িয়েছিল ৭৪ হাজার ৬৩৪ ভোট। ২০০৯ সালে উপজেলা নির্বাচনে এই ভোট এসে দাঁড়ায় ৬২ হাজারে। ২০১৪ সালে সদর উপজেলা নির্বাচনে যা দাঁড়ায় ৫৪ হাজারে। আর সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট পড়ে মাত্র সাড়ে ৩৭ হাজার। ২০১৯ সালের ২৪ জুন উপনির্বাচনে সংসদ সদস্য পদে টি জামান নিকেতা নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ভোট পান ৩২ হাজার ২৯৭টি। গত ৯ বছরের মধ্যে বগুড়া সদরে সব চেয়ে কম ভোট।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের বেশ কিছু কর্মী জানান, বগুড়ার আওয়ামী লীগের কিছু নেতা পদ-পদবি নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তারা দলের খোঁজ রাখেন না। দলের নাম ভেঙে সুবিধা নেওয়া, জমি দখল, টেন্ডারবাজি, পরিবহন ব্যবসা নানা কারণে এ আসনে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভোটাররা। বগুড়া শহর আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান আকন্দ বলেন, আমরা কোনো কথা বলে বা উন্নয়নের আশ্বাস দিয়েও বগুড়ার মানুষকে নৌকার পক্ষে আকৃষ্ট করতে পারিনি। এমনকি আমাদের দলের নেতা-কর্মীকেও আমরা আমাদের পক্ষে ভোট কেন্দ্রে উপস্থিত করাতে পারিনি। আমার মনে হয়, এটা আমাদের সাংগঠনিক ব্যর্থতা। শুধু মিছিল-মিটিংয়ে হাজার কর্মী দেখালে হবে না, আবার পদ নিয়ে চুপচাপ নিজের কাজ করে গেলেও হবে না। দলের জন্য কাজ করতে হবে। বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন জানান, ভোট না বাড়ার কারণ নিয়ে আমরাও চিন্তিত। বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু জানান, ভোটার বৃদ্ধিতে আমরা বিভিন্নভাবে কাজ করেছি। ওয়ার্ডে ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি। ফলে আমাদের তুলনামূলকভাবে ভোট বেড়েছে। কিন্তু ভোট প্রদানের হার কম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর