শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

খুলনায় স্বস্তির বৃষ্টিতে ভোগান্তি

এক ঘণ্টার বৃষ্টিতে হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় স্বস্তির বৃষ্টিতে ভোগান্তি

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে খুলনা মহানগরীর বিভিন্ন সড়কে হাঁটুপানি জমেছে। গতকাল কেলা ১২টা থেকে ১টা পর্যন্ত চলে এ বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা বাতাসও বয়ে যায়। এরপর বিকাল ২টা পর্যন্ত হালকা বৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় নগরীর মহানগরীর কেডিএ এভিনিউ, শিববাড়ী মোড়, শান্তিধাম মোড়, শামসুর রহমান রোড, রয়্যালের  মোড়, পিটিআই, নিরালা, বাগমারা, মিস্ত্রিপাড়া, খানজাহান আলী রোড, খালিশপুর, দৌলতপুর, রূপসা স্ট্যান্ড রোডসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেকের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বৃষ্টির পানি প্রবেশ করায় ভোগান্তি বেড়েছে। 

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কর্মজীবী মানুষের পাশাপাশি বাড়ি ফেরা স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। ভাসমান মানুষের কষ্টের সীমা নেই। অনেক স্থানে খোলা নর্দমার কারণে রাস্তার নোংরা পানি পার হয়েই চলাচল করতে হয়। যানবাহনের ভাড়াও গুনতে হয়েছে অন্য সময়ের চেয়ে বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর