শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

হালদা নদীর ভাঙন ঠেকাতে ৫৫ কিলোমিটার বাঁধ

বন্যা থেকে মুক্ত হবে ১০ ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হালদা ও ধুরং নদীর ভাঙন ঠেকাতে তীর সংরক্ষণ ও পুনরাকৃতিকরণসহ প্রায় ৫৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হচ্ছে। প্রায় ১৫৭ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরংয়ের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের মাধ্যমে এ দুই নদী রক্ষার উদ্যোগ নেওয়া হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রাম বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে বন্যার কবল থেকে মুক্ত হবে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। পাউবো চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২ অক্টোবর একনেক সভায় ১৫৬ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকার প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের আওতায় হালদা নদী ও ধুরংয়ের তীর সংরক্ষণ, তীরের বাঁধ পুনরাকৃতিকরণ এবং বাঁধ নির্মাণ করা হবে। এর মাধ্যমে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা ছাড়াও ফটিকছড়ির সমিতির হাট, রোসাংগিরি, সুয়াবিল, হারুয়ালছড়ি, সুন্দরপুর, পাইন্দং, ভুজপুর, নারায়ণহাট ও কাঞ্চননগর এবং হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন হালদা ও ধুরংয়ের ভাঙন থেকে রক্ষা পাবে এবং বন্যামুক্ত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর