শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

রাজউক থেকে দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে

------- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজউককে একটি ইমেজের জায়গায় আনার জন্য চেষ্টা করছি। শরীরের কোনো স্থানে সমস্যা হলে অপারেশন করতে হয়, তখন একটু কষ্ট হয়। বৃহৎ স্বার্থে অপারেশন করতে হয়। ভুল যার আছে, তাকে শোধরাতে হবে। রাজউক থেকে দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল রাজউক ভবনে সংস্থার সেবা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এত পরিশ্রমের সুনাম ১-২ জন ব্যক্তির জন্য নষ্ট হয়ে যাবে, তা হবে না। দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে। বর্তমানে রাজউকে ব্যাপক পরিবর্তনের জোয়ার এসেছে।’ শ ম রেজাউল করিম বলেন, ‘রাজউককে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা রয়েছে। এতে সাধারণ মানুষ সহজে সেবা পাবে।’

রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অব আর্কিটেক্টের সভাপতি জালাল আহমেদ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর