শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

মিল্কভিটায় আর্সেনিক মেলেনি ঢাবির প্রতিবেদন মিথ্যা : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ পরীক্ষা করে নাকি বলেছে মিল্ক ভিটায় আর্সেনিক রয়েছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে সে রিপোর্ট সর্বস্ব মিথ্যা। কেননা আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করে দেখেছি মিল্ক ভিটায় কোনো আর্সেনিক নেই। পরীক্ষায় কোনো আর্সেনিক পাওয়া যায়নি। গতকাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া সভাপতিত্ব করেন। স্বপন ভট্টাচার্য বলেন, আমদানিকৃত গুঁড়া দুধের ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। আমি মনে করি এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে মিল্ক ভিটা, তার যে দুধের বিরুদ্ধে যে অপপ্রচার সেটি বন্ধ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর