শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

মেজর জিয়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন মাত্র : হানিফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন মাত্র। এটা আমরাও স্বীকার করি।

গতকাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। হানিফ বলেন, বিএনপি আমলে স্যামসাং বাংলাদেশে বিনিয়োগ করতে এসেছিল। কিন্তু হাওয়া ভবনের দুর্নীতির কারণে তারা ভিয়েতনামে বিনিয়োগ করে। একইভাবে ভারতের রতন টাটা বিনিয়োগের জন্য এসে ফিরে যান। তিনি বলেন, সংসদে নতুন করে স্বাধীনতার ঘোষণা নিয়ে বক্তব্য দিয়ে একটি মীমাংসিত বিষয়কে বিতর্কিত করা হচ্ছে। নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে মেজর জিয়াকে। মেজর জিয়া স্বাধীনতার ঘোষণার পাঠক ছিলেন এটা আমরা স্বীকার করি। তিনি জাহাজ থেকে অস্ত্র খালাস করতে ব্যস্ত ছিলেন। অনেকটা জোর করে তাকে দিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর