শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ নামে একটি সংগঠন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবিগুলো হলো- সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করা, চাকরির পরীক্ষার আবেদন ফি কমিয়ে আনা, নিয়োগ পরীক্ষাগুলো জেলা বা বিভাগীয় শহরে নিয়ে যাওয়া এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন    করা। বক্তারা বলেন, প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় বা কলেজে চার বছরের অনার্স শেষ করতে পাঁচ থেকে সাত বছর লেগে যায়। যদিও বর্তমানে এ জট কিছুটা কমেছে। শিক্ষার্থীদের অনেকেই লেখাপড়া শেষ করার সঙ্গে সঙ্গেই তাদের বয়সসীমা শেষ হয়ে যায়। এ অবস্থায় সে চাকরির প্রতিযোগিতা হারিয়ে ফেলে, বাড়তে থাকে বেকারের সংখ্যা। এ বিপুলসংখ্যক বেকারকে বাদ দিয়ে মধ্যম বা উন্নত দেশের স্বপ্ন কখনোই বাস্তবায়ন সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর