শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

রাইফার মৃত্যু নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিক কন্যা রাইফার মৃত্যু নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমঅ্যান্ডডিসি) দেওয়া পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন রাইফার বাবা রুবেল খান। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম সংবাদিক ইউনিয়ন (সিইউজে)  আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে রাইফার বাবা                বলেন, রাইফার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতর গঠিত তদন্ত প্রতিবেদনে ১১টি ত্রুটিতে অভিযুক্ত নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বলে উল্লেখ করা হয়। আর, বিএমডিসির প্রতিবেদনেও অনেক অনিয়ম উঠে আসে।  আমার মেয়ে কখনোই ফিরে আসবে না। তারপরও আর  কোনো সন্তানকে যাতে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুবরণ করতে না হয়, সেজন্যই  এটা করা প্রয়োজন । সংবাদ সম্মেলন থেকে আজ বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিক-জনতার সমাবেশ কর্মসূচি  ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সিইউজের সাধারণ সম্পাদক হাসান  ফেরদৌস, সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ২৯ জুন নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু রাইফার। এ মৃত্যুর পর দেশব্যাপী তোলপাড় শুরু হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর