রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

খুলনায় গ্যাস প্রকল্পে থোক বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নতুন শিল্প কল-কারখানা স্থাপনে গ্যাস প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘গ্যাস নেই-গ্যাস চাই’ দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় গ্যাস প্রকল্প চালুর জন্য বাজেটে থোক বরাদ্দের দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক লোকমান হাকিম।

বক্তারা বলেন, জ্বালানির সংস্থান না হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প-কারখানা রুগ্ন হয়ে পড়েছে। বাড়ছে উৎপাদন খরচ। অর্থনৈতিক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষ। জ্বালানি থাকলে উদ্যোক্তারা শিল্প স্থাপন করবেন। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে বক্তব্য রাখেন উন্নয়ন ফোরামের চেয়ারপারসন শরীফ শফিকুল হামিদ চন্দন, এফএম ইকবাল, শাহ লায়েক উল্লাহ, অধ্যাপক রিপন আহমেদ, শওকাত মোল্যা, ইয়াছিন মোল্যা, সৈয়দ বেলাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর