রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ‘হ্যামলেট’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘হ্যামলেট’

বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেকস্পিয়রের জনপ্রিয় নাটক ‘হ্যামলেট’ মঞ্চায়ন করেছে শিল্পকলা একাডেমি। গত সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। সৈয়দ শামসুল হক অনূদিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন আতাউর রহমান আর প্রযোজনা উপদেষ্টা ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উল্লেখ্য, উইলিয়াম শেকস্পিয়রের বিয়োগান্ত নাটক ‘হ্যামলেট’ রচিত হয় ১৫৯৯ ও ১৬০২ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে।

 এটি শেকস্পিয়রের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নাটক হিসেবে সর্বজনস্বীকৃত। ডেনমার্কের রাজা হ্যামলেটের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় নাটকটির কাহিনি। ‘হ্যামলেট’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাস্‌উদ সুমন, শামীম সাগর, সংগীতা চৌধুরী, আমিনুর রহমান মুকুল, শফিকুল ইসলাম, সোহেল রানা, মেহেজাবীন মুমু, শরীফ সিরাজ, বাপ্পি আমীন, তৃপ্তিরানী মন্ডল, ফখরুজ্জামান চৌধুরী প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর