সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম জামায়াতের দুর্গ দখলে মাঠে ‘ত্যাগী’

কঠোর অবস্থানে মূল জামায়াত-শিবিরও

রামুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

জামায়াতের দুর্গখ্যাত চট্টগ্রামের পাঁচ উপজেলাকে টার্গেট করে মাঠে নেমেছে জামায়াত-শিবিরের ‘ত্যাগী’ নেতারা। ‘জনআকাক্সক্ষার বাংলাদেশ’ নামের রাজনৈতিক এ প্ল্যাটফর্মটি এখন নিত্য নতুন কৌশল নিয়ে সামনে এগোচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, মীরসরাই এবং সীতাকুন্ডই এখন এ নেতাদের মূল টার্গেট। তবে জনআকাক্সক্ষার এ পরিকল্পনা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে মূল জামায়াত-শিবিরও। এরই মধ্যে নতুন এ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী নেতা-কর্মীদের বহিষ্কারের বার্তা দিয়েছে হাইকমান্ড। জন আকাক্সক্ষার চট্টগ্রামের সমন্বয়কারী গোলাম ফারুক বলেন, ‘চট্টগ্রামের সুনির্দিষ্ট কিছু উপজেলা ও থানা নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। এছাড়া মূলধারার রাজনীতির সঙ্গে যারা যুক্ত হতে চান তাদের নিয়েও জনআকাক্সক্ষা এগিয়ে যেতে চায়।’ নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক প্রভাবশালী নেতা বলেন, ‘জনআকাক্সক্ষার কারও সঙ্গে যোগাযোগ না রাখতে দলের নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে। যারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে তাদের দল থেকে বহিষ্কার  করা হবে।’ জানা গেছে, যুদ্ধাপরাধী ইস্যুতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বড় একটি অংশ অসন্তুষ্ট দলের ওপর। এছাড়া নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করায় রাজনৈতিকভাবেও কোণঠাসা তারা।

এ সুযোগকে কাজে লাগাতে চায় জনআকাক্সক্ষা। নাম প্রকাশ না করার শর্তে জন আকাঙ্খা’র এক সংগঠক বলেন, ‘প্রত্যেক এলাকার জনপ্রিয় নেতাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত করার কাজ করছে। এরই মধ্যে অনেকে জন আকাঙ্খার ডাকে সাড়া দিয়েছে। এ মুহুর্তে সব নেতাকে প্রকাশ্যে আনা হবে না। সময় মত তাদের প্রকাশ্যে আনা হবে।’

সর্বশেষ খবর