সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সিলেটে পাঁচ দিনে ছাত্রলীগের তিন প্রতিনিধি দল!

কেন্দ্রীয় নেতাদের সফর নিয়ে বিভ্রান্ত নেতা-কর্মীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিন দফায় সিলেট সফরে এসেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় ৬ নেতা। তিনটি গ্রুপই নিজেদের দাবি করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল হিসেবে। সিলেটে ছাত্রলীগের বর্তমান অবস্থার খোঁজখবর নিতেই তারা সাংগঠনিক সফরে এসেছেন এমনটা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি না থাকায় ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের ‘খুশি’ রাখার চেষ্টা করেছেন ছাত্রলীগ নেতারা। তবে পাঁচ দিনের ব্যবধানে তিনটি দলের সিলেট সফরকে ভালো চোখে দেখছেন না আওয়ামী লীগ নেতারা। এ নিয়ে ঢাকা থেকে আসা নেতাদের কাছে ক্ষোভও জানিয়েছেন তারা।  এদিকে নিজেদের ‘কদর’ বাড়াতে ব্যক্তিগত সফরকে কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফর বলে চালিয়ে দিয়েছেন এমন অভিযোগও উঠেছে। ২০১৭ সালের অক্টোবরে সিলেট জেলা ও ২০১৮ সালের অক্টোবরে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় কেন্দ্র থেকে উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি নতুন কমিটি। এমতাবস্থায় গত ২৪ জুন সিলেট আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার। সাংগঠনিক খোঁজখবর নিতেই তিনি সিলেট এসেছেন এমনটাই জানান স্থানীয় নেতা-কর্মীদের। এর চার দিন পর ২৮ জুন দুজন উপসম্পাদক সঙ্গে নিয়ে সিলেট আসেন ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. রাকিনুল হক চৌধুরী ছোটন। এই প্রতিনিধি দলকে সিলেটে স্বাগত জানান স্থানীয় নেতা-কর্মীরা। গত ২৯ জুন সিলেট সফরে আসেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান ও সহসম্পাদক ওয়াসিম আকরাম। তারাও সাংগঠনিক সফরে এসেছেন বলে সিলেটের ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের কাছে দাবি করেন।

পাঁচ দিনের ব্যবধানে তিন প্রতিনিধি দলের সিলেট সফর নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন স্থানীয় নেতারা। আসলেই তারা সাংগঠনিক সফরে এসেছিলেন কি-না তা নিয়েও নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রশ্ন। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা জানান, ‘কেন্দ্র থেকে কোনো নেতা এলে আমরা সাধ্যমতো তাদের সময় দেওয়ার চেষ্টা করি। কিন্তু পাঁচ দিনে তিনটি প্রতিনিধি দল সিলেটে সাংগঠনিক সফরে আসবে তা আমাদের বিশ্বাস হচ্ছে না। কেন্দ্রীয় নেতারা ব্যক্তিগত কাজে বা বেড়াতে এসে তাদের আগমনকে সাংগঠনিক সফর বলে চালিয়ে দিয়ে গুরুত্ব বাড়ানোর চেষ্টা করেছেন এমনটাই মনে হচ্ছে।’

সর্বশেষ খবর