সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নারায়ণগঞ্জে মাস্তানি চলবে না : এসপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মাস্তান ও দখলবাজদের আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, এখানে মাস্তানি চলবে না। গতকাল নগরীর দিগু বাবুর বাজার মীরজুমলা সড়কে অবৈধ দোকানিদের উচ্ছেদের পর সড়কটি পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে ব্যবসায়ীদের আশ্রয়স্থল। কোনো মাস্তান ফ্ল্যাট-জমি দখল করে রাখবে, পুলিশ এটা করতে দিতে পারে না। আমরা তাদের  আইনের আওতায় অবশ্যই আনব। সেই লক্ষ্যে কাজ করছি। তিনি আরও বলেন, এবার  চাষাঢ়া থেকে ফতুল্লা এবং পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জ রাস্তাটি পরিষ্কারের চেষ্টা করব। জনসাধারণকে স্বস্তি দিতে চাই। কারও পেটে লাথি দেওয়া উদ্দেশ্য নয়। পুলিশ সুপার আরও বলেন, যখন জানলাম মীরজুমলা সড়কের দুই পাশে দোকান বসিয়ে চাঁদা তোলা হচ্ছে। তখনই চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কারণ এ সড়কে গাড়ি ও মানুষ চলাচল করবে। যদি কেউ এ সড়কে বাজারের পণ্য ওঠা-নামা করতে চায় সেক্ষেত্রে তারা রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত  করতে পারবেন।

সর্বশেষ খবর