সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইউএনও’র সরকারি ফোন ক্লোন করে প্রতারণা!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা চালিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। এ ঘটনায় গত শনিবার মধ্যরাতে ইউএনওর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায়, গত শনিবার রাতে ইউএনওর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে ফোন দেওয়া হয়। ফোনে স্কুলে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া  প্রজেক্টর দেওয়ার কথা বলে সরকারি খরচ বাবদ ৭ হাজার টাকা বিকাশ করে পাঠাতে বলা হয়। সরকারি খরচের টাকা বিকাশে নেওয়ার বিষয়টি সন্দেহ হলে প্রধান শিক্ষকরা ইউএনওর কাছে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

প্রতারণার চেষ্টার অভিযোগ পেয়ে শনিবার রাতেই ইউএনও আনিছুর রহমান উপজেলা প্রশাসনের অফিস সহকারী প্রভাংশু শেখর দাসকে পাঠিয়ে থানায় সাধারণ ডায়েরি করান। সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করে ইউএনও আনিছুর রহমান বলেন, একটি চক্র প্রতারণার চেষ্টা করেছিল। কিন্তু শিক্ষকদের সচেতনতার কারণে তাতে সফল হতে পারেনি।

সর্বশেষ খবর