সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মুখে কালো কাপড় বেঁধে দুদক গেটে সাংবাদিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দুই সাংবাদিককে আপত্তিকর ভাষায় চিঠি দেওয়ার প্রতিবাদে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো প্রতিবাদ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। অবিলম্বে ওই চিঠি প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। গতকাল বেলা ১১টায় দুদক কার্যালয়ের প্রধান গেটের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেন ক্র্যাব সদস্যরা ও অন্যান্য সংগঠনের সাংবাদিক নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য        বলেন, ‘পরিচালক অত্যন্ত সচেতনভাবে গণমাধ্যমকে দুদকের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছেন। ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, ‘সাংবাদিকদের কাছে সহযোগিতা চাওয়ার এটি কোনো নমুনা হতে পারে না। সাক্ষী না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি, তার মানে কী? বিক্ষোভে ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর