মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইসির মামলায় জামিন পেলেন বেলাল

নেত্রকোনা প্রতিনিধি

নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলাল আদালতে হাজিরা দিয়েছেন। গতকাল বিকাল ৩টা ১৫ মিনিটে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ মাহমুদুল ইসলামের আদালতে হাজির হয়ে এমপি  বেলাল জামিন আবেদন করলে তা মঞ্জুর করা হয়। এমপি বেলালের আইনজীবী মোহাম্মদ শহিদুল্লাহ্ বাংলানিউজকে বলেন, গত রবিবার বিকালে নেত্রকোনার পূর্বধলা থানায় জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ্ আল  মোতাসিম এমপি বেলালের বিরুদ্ধে মামলা করেন। জানা যায়, পঞ্চমবারের প্রথম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এমপি বেলালের বিরুদ্ধে। পরে নির্বাচনের দুই দিন আগে ৮ মার্চ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (নৌকা) আর যুবলীগ নেতা মাছুদ আলম তালুকদার টিপু (আনারস)।

স্থগিত হওয়া নির্বাচন দ্বিতীয় ধাপে মঙ্গলবার (১৮ জুন) অনুষ্ঠিত হয়। এতে নৌকার পক্ষে ৫৮ হাজার ৫৮ ভোট পেয়ে জয় ছিনিয়ে আনেন সুজন। অপর দিকে আনারস প্রতীকের প্রার্থী টিপু ৩৪ হাজার ৬০৭ ভোট পেয়ে পরাজিত হন। বিজয়ী সুজন এর আগেও একই পরিষদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সুচারুভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর