মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বরিশালে মেয়রের উদ্দেশে কাউন্সিলরের ভিডিও, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে উদ্দেশ করে ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লার ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিও পোস্টে কঠোর সমালোচনা করা হয়েছে মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের বরিশাল জেলা শাখার সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা সম্প্রতি গড়িয়ারপাড় এলাকায় বিসিসি ও সওজের জমি দখল করে ভবন নির্মাণ শুরু করলে বাধা দেয় বিসিসি। করপোরেশনের সড়ক পরিদর্শক মাসুদ রানা ও রেজাউল কবির গত শুক্রবার সন্ধ্যায় ওই অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিলে কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা তাদের মারধর করেন বলে অভিযোগ। এ ঘটনায় ওই দিনই মাসুদ রানা বাদী হয়ে কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা দায়ের করেন। পরদিন বিসিসি কর্তৃপক্ষ কালাম মোল্লার ওই স্থাপনা বুলড্রোজার দিয়ে ভেঙে দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা সিটি মেয়রকে উদ্দেশ করে তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট দেন। যেখানে কালাম বলেন, ‘আমার ভাবতে অবাক লাগে মেয়র মহোদয়, আপনি কি করে এত নিষ্ঠুর হলেন। টুটুলের নির্দেশে আমার নামে মামলা হয়েছে। যে টুটুল ফেন্সি ছবেদের (বরিশালের এক সময়ের আলোচিত মাদক ব্যবসায়ী) সঙ্গে থাকত, সে এখন আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগ কর্মীদের মারধর হেনস্তা করছে। আমার শ্রমিকদের হুমকি দিচ্ছে। আপনি (মেয়র) টুটুলকে কত বড় পাওয়ার দিয়েছেন মেয়র মহোদয়? প্রয়োজনে বলে দেন, আমি আর বরিশালে আসব না।’

সর্বশেষ খবর