মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বেকারি খাদ্যে ভেজাল

খুলনায় জরিমানা ৬ প্রতিষ্ঠানকে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি তৈরি ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার করায় খুলনায় ৬ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল নগরীর কয়লাঘাট রোড কাগজীবাড়ি এলাকায় ভেজালবিরোধী অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে সচেতন করতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ও করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সততা বেকারি, টিটি ফুড, বিউটি বেকারি, আসলাম বেকারি, মাসুদ বেকারি ও রিদোয়ান বেকারি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, খাদ্যে ভেজাল দেওয়ায় এসব প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি ভেজাল পণ্য বিক্রি বন্ধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে শিরোমণি এপিবিএন ও ক্যাব খুলনা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর