বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আবর্জনায় ভরা শ্যামাসুন্দরী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আবর্জনায় ভরা শ্যামাসুন্দরী

রংপুর মহানগরীর বুক চিরে বয়ে যাওয়া প্রায় ১২৯ বছরের পুরনো খাল শ্যামাসুন্দরী। রংপুরের উত্তর-পশ্চিমের কেল্লাবন্দ থেকে ঘাঘট নদী হয়ে নগরীর বুক চিরে মাহিগঞ্জের কেডি স্পর্শ করে খোকসা ঘাঘট নদীতে গিয়ে মিশে গেছে ঐতিহ্যবাহী খালটি। ১৬ কিলোমিটার দীর্ঘ এবং স্থানভেদে ৪০ থেকে ১২০ ফুট প্রশস্ত খালটিতে এখনো উন্নয়নে ছোঁয়া লাগেনি। দীর্ঘ কয়েক বছর ধরে ময়লা অপসারণ ও ড্রেজিং না করায় বিষাক্ত পানির দুর্গন্ধে হাঁপিয়ে উঠেছেন নগরবাসী। বর্তমানে শ্যামাসুন্দরীর বুকে ভাসছে শুধুই আবর্জনা ও কচুপাতা। দিন দিন দখলবাজদের কবলে পড়ে খালটির প্রস্থ সরু হচ্ছে। কমে আসছে দৈর্ঘ্যও। যুগ যুগ ধরে খালটি ভিন্ন ভিন্ন নামে পরম মমতায় আবদ্ধ করে রেখেছিল গোটা শহরের মানুষকে। ধরিত্রীর বুক চিরে বয়ে চলা প্রমত্তা শ্যামাসুন্দরীর সেই যৌবন আর নেই। মাঝিদের জারি-সারি গান যেন সুদূর অতীত। নদী দখল আর বর্জ্যরে স্তূপে পূর্ণ মরা ক্যানেলের যেন ত্রাহি ত্রাহি অবস্থা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর