বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গণধর্ষণকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় স্কুল ছাত্রী গণধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন জনউদ্যোগ, খুলনা। গতকাল নগরীর গোবরচাকায় পল্লীমঙ্গল মাধ্যমিক স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও মানবাধিকার কর্মীরা অংশ নেয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু।

বক্তারা বলেন, মামলার প্রধান আসামি শান্ত বিশ্বাস এখনো গ্রেফতার  হয়নি। ধর্ষণের বিচার বিলম্বিত বা উপেক্ষিত হওয়ার কারণে মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এজন্য দ্রুত বিচার আইনে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, শনিবার নগরীর পশ্চিম বানিয়াখামার বিহারী কলোনি এলাকায় ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ শেষে ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করা হয়। ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে মেয়েটির কাছে চাঁদাও দাবি করে বখাটেরা। এ ঘটনায় গ্রেফতার হওয়া ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে মূল আসামি শান্ত বিশ্বাস এখনো গ্রেফতার হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর