বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্ড দুর্নীতির অভিযোগে ২২৮ প্রতিষ্ঠানের মালিককে তলব

১৫ কার্যদিবসের মধ্যে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট থেকে বন্ড দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২২৮ প্রতিষ্ঠানের ৩১৬ মালিককে তলব করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল থেকে চিঠি ছাড়া শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে পর্যায়ক্রমে এসব চিঠি ছাড়া হবে। চিঠি প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বন্ড কমিশনারেটে হাজির হতে হবে।

এ সময় তদন্ত কর্মকর্তারা অভিযুক্তদের কাছে অভিযোগ তুলে ধরে এর জবাব চাইবেন। বন্ড কমিশনারেট বলছে, যে ২২৮ প্রতিষ্ঠান চিহ্নিত করে অনিয়মের তথ্য মিলেছে এর মধ্যে ১০৯টি প্রতিষ্ঠান মূলত কাগজে-কলমেই আছে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকগুলোই অস্তিত্বহীন। আবার অনেকগুলো অকার্যকর প্রতিষ্ঠান, অর্থাৎ একসময় উৎপাদনে থাকলেও তিন বছর ধরে উৎপাদনে নেই। ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৩০টি, প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান ৮২টি ও সুপারভাইজড বন্ড সুবিধা নেওয়া প্রতিষ্ঠান ১৫টি।

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট থেকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের কাছে পাঠানো এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর