বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঢাকা মহানগরে ভোটার হালনাগাদ আজ শুরু

বাড়ি বাড়ি না গেলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীতে আজ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। নতুন ভোটারদের তথ্য নিতে বাড়ি বাড়ি না গেলে তথ্য সংগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ভোটার তালিকা হালনাগাদের প্রথম ধাপে ১৩৫ উপজেলায় মাত্র সোয়া দুই লাখ তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। লক্ষ্যমাত্রার চেয়ে কম তথ্য সংগ্রহ হওয়ার অসন্তোষ প্রকাশ করেছে ইসি। গতকাল ইসি সচিব মো. আলমগীর সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ না করা হলে তথ্য সংগ্রহকারীকে শাস্তির আওতায় আনা হবে।

আজ বুধবার থেকে রাজধানী ঢাকার যেসব এলাকায় ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হবে- রমনা, মতিঝিল, পল্লবী, মিরপুর, তেজগাঁও, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট,  মোহাম্মদপুর, গুলশান, লালবাগ, উত্তরা ও বসুন্ধরা। নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, ৩ জুলাই-২৩ জুলাই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে। পরবর্তীতে ছবি তোলা ও নিবন্ধনের তথ্য জানানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর