বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নীতিমালা চায় কমিটি

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) পরিচালনায় নতুন নীতিমালা চায় সংসদীয় কমিটি। এ জন্য খসড়া নীতিমালা তৈরি করতে ৪ (চার) সদস্য বিশিষ্ট একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটি মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা কারিকুলামের আওতায় আনার মাধ্যমে চাকরিতে সমান সুযোগ দিতে মাদ্রাসা অধিদফতর ও মাদ্রাসা বোর্ডকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার স্থাপনের আগে সরকারের পূর্বানুমোদন নিশ্চিত করার জন্য সুপারিশ করে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব সুপারিশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফছারুল আমীন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আবদুল কুদ্দুস, এ কে এম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর