বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভবনের পার্কিংয়ের স্থানে করা দোকানপাট উচ্ছেদের নির্দেশ

হাই কোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরের রাস্তার পাশের ভবনগুলোতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত কার পার্কিংয়ের জায়গায় তৈরি করা সব অবৈধ স্থাপনা আগামী ছয় মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে।

রায়ে আদালত বলে, ঢাকা শহরের রাস্তার পাশে ভবনের নিচে কার পার্কিংয়ের জায়গাগুলোতে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদেরকে ৩০ দিনের মধ্যে সরে যেতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে রাজউককে। এ সময়ের মধ্যে তারা সরে না গেলে রাজউকসহ অন্যান্য বিবাদীরা মিলে ছয় মাসের মধ্যে কার পার্কিংয়ের জায়গা ব্যবহারকারীদের উচ্ছেদ করবে। ওই উচ্ছেদের খরচ বহন করবে ভবন মালিকরা। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে বলা হয়েছে, রাস্তার মধ্যে গাড়ি পার্কিংয়ের অনুমতি দেওয়া যাবে না।

যেসব জায়গায় কার পার্কিংয়ের ব্যবস্থা নেই, সেখানেও ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি পত্রিকায় দেওয়া নোটিসটি ঢাকা শহরের সব এলাকায় মাইকিং করে জনগণকে জানিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এসব আদেশ পালন করে আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাজউকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ইমাম হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর