বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদে সভাপতির যোগ্যতা ডিগ্রি পাস দাবি

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সভাপতিসহ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।

ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন যুক্ত বিবৃতিতে আরও উল্লেখ করেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা ¯œাতকোত্তর ডিগ্রিধারী। তাই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে। শিক্ষানুগারী উচ্চশিক্ষিত ব্যক্তিদের অভাব নেই সমাজে। অল্প শিক্ষিত ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত বা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করা যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর