শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্ড সুবিধার মালামাল খোলা বাজারে বিক্রি

সক্রিয় সংঘবদ্ধ চক্র

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোলে সংঘবদ্ধ চক্র বন্ড সুবিধায় আমদানি করা বিভিন্ন ধরনের মালামাল খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রধানত কাগজ, কাপড়, কেমিক্যাল, গার্মেন্টস এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের মালামাল। জানা গেছে, এই চক্র ঢাকার নয়াবাজারে কাগজ, ইসলামপুরে কাপড় এবং নারায়ণগঞ্জের টানবাজারে বিভিন্ন ধরনের রং বা কেমিক্যাল বিক্রি করে দিচ্ছে। বেনাপোল কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস থেকে বন্ড সুবিধা নিয়ে প্রায় ৩৬ হাজার ২৭৫ মেট্রিক টন বিভিন্ন প্রকার কাগজ আমদানি করেন দেশের বিভিন্ন প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান। এ ছাড়া ৩ কোটি ৪৬ লাখ ২৫ টন বিভিন্ন ধরনের কাপড় এবং ৩৪ লাখ ৮২ হাজার টন রি অ্যাকটিভ ডাইস আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। আমদানিকারকদের বিরুদ্ধে বন্ড সুবিধায় আমদানিকৃত এসব মালামালের একটি অংশ বা সমুদয় পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী দাবি করেছেন, বেনাপোল একটি ছোট কাস্টম হাউস। অপরাধী চক্রের যে কোনো তৎপরতা এখানে সহজেই ধরা পড়ে। মিথ্যা ঘোষণা কিংবা বন্ড জালিয়াতি করে পণ্য খালাস নেওয়ার মতো দুঃসাহস দেখানোর মতো সিন্ডিকেট আপাতত নেই। এককথায় সব ধরনের চুরির পথ বন্ধ করা হয়েছে। তবে ভারত থেকে             আমদানিকৃত কাগজসহ অন্য মালামাল বন্ড সুবিধা নিয়ে কোনো অসাধু প্রতিষ্ঠান বা মালিক খোলাবাজারে বিক্রি করলে তার দায়িত্ব আমরা নিতে পারি না।

সর্বশেষ খবর