শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘মিশন এক্সট্রিম’র কো-স্পন্সর হচ্ছে বসুন্ধরা এলপিজি

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ নিয়ে সাড়া জাগানো চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’র পর এবার অপরাধ জগতের বাস্তব কাহিনি নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি ‘মিশন এক্সট্রিম’। ছবিটি নির্মাণে কো-স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানি সানোয়ার। যৌথ পরিচালক হিসেবে আছেন ফয়সাল আহমেদ। সংবাদ সম্মেলনে ছবিটির পরিচালক সানি সানোয়ার, বসুন্ধরা এলপি গ্যাসের জেনারেল ম্যানেজার  (বিক্রয়) জাকারিয়া জালালসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সানি সানোয়ার বলেন, স্পন্সরের অভাবে বাংলাদেশে ভালো মানের সিনেমা হয় না। বসুন্ধরার মতো বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এদেশেও অনেক ভালো ভালো ছবি হতো। এ ছবিটিতে বাংলাদেশে বড় বড় অপরাধের শেকড় কোথায়, অপরাধ দমনে পুলিশের ভূমিকা কী, সব অপরাধের সমাধান হয় কিনা তা দেখতে পাবে দর্শক। তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠান এগিয়ে না এলে এ ধরনের মুভি সফল হয় না। জাকারিয়া জালাল বলেন, ছবিটি অনেক বড় বাজেটের। বাংলা চলচ্চিত্রের খারাপ দিন যাচ্ছে। বসুন্ধরা এলপিজি করপোরেট দায়িত্ব হিসেবে ছবিটিতে কো-স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে দেশের চলচ্চিত্র অঙ্গনে ফের সুদিন ফিরে আসবে।

সর্বশেষ খবর