শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অপরাধী আর পুলিশের দোস্তি যেন না হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে

------ এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ তিনি এই জেলায় আসার আগেকার অবস্থা প্রসঙ্গে বলেন, দুষ্কৃৃতকারীদের হাতে মানুষের ভোগান্তির প্রতিকার তখন ছিল না। পুলিশ অপরাধীদের পাকড়াও করা তো দূরের কথা। অপরাধীদের কাছে গিয়ে দোস্তি করত। এসপি বলেন, ‘এই দৃশ্য যাতে আর দেখতে না হয় আমরা সেই ব্যবস্থাই করছি।’ তিনি বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে তাদের সম্পর্কে তিনি বলেন, দল তো কাউকে দখলবাজি করতে, চুরিচামারি করতে নির্দেশ দেয় না। এদের দমনে পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এসপি বলেন, তাই এরা প্রহর গুনছে ‘হারুন এখান থেকে কবে যাবে।’ এদের জানা উচিত, পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। কাজেই দুষ্কর্মের সেই সুদিন আর ফিরে আসবে না। এসপি হারুন বলেন, অভিযোগ পেলে অনাচারের প্রতিকার করা হবে। অভিযোগ তো করতে হবে। প্রসঙ্গক্রমে তিনি জানান, ইতালি প্রবাসী এক নারীর ফ্ল্যাট পাঁচ বছর ধরে দখল করে রেখেছিলেন শক্তিমান এক ব্যক্তি। অভিযোগ পেয়েই তিনি ওই ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দেন। এর ফলে ফ্ল্যাট মালিককে ৯০ লাখ টাকা দিয়ে রফায় আসতে হয়েছে দখলকারীকে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বৈশাখীর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক প্রমুখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ও ডিআইও-২ সাজ্জাদ রোমন প্রমুখ।

সর্বশেষ খবর