শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চাঁদপুর আদালতে এহছানুল হক মিলনের হাজিরা

চাঁদপুর প্রতিনিধি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুর আদালতে হাজিরা দিয়েছেন। বুুধবার বিকালে তিনি জি আর-৭ মামলায় অন্য আসামিদের নিয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসানুজ্জামানের আদালতে  নিয়মিত হাজিরা দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের কচুয়া উপজেলার কচুয়া বাজারে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ঘটনায় দায়ের করা মামলায় এহছানুল হক মিলনসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। হাজিরার সময় তিনি সাংবাদিকদের জানান, বর্তমান সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছেন। কে বা কারা  সেদিন কচুয়াতে তাদের কার্যালয় ভাঙচুর করেছে আমি এলাকায় না থাকলেও আমাকেই এই মামলায় প্রধান আসামি করা হয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানতাম না।

এ সময় উপস্থিত ছিলেন এই মামলার অভিযুক্ত আসামি কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মাসুদ এলাহী সুভাস,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, জাহাঙ্গীর চেয়ারম্যান, আব্দুস সালাম শান্ত, শাহজালাল প্রধানীয়া, মিজান চেয়ারম্যান, শরিফুল হক সাজু, রনি তালুকদার, দিপু মিয়াজীসহ অন্যরা। মিলনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক সরকার ও  অ্যাডভোকেট মাইনুল ইসলাম।

সর্বশেষ খবর