শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘কলম’-এর মোড়ক উন্মোচন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রথম প্রকাশনা ‘কলম’-এর মোড়ক উন্মোচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি এই প্রকাশনা উৎসর্গ করা হয়। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি হয়। মোড়ক উন্মোচন করেন নজরুল বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক প্রফেসর ড. রফিকুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (আসানসোল, পশ্চিমবঙ্গ)-এর সহযোগী অধ্যাপক ড. মোনালিসা দাস, একই বিশ্ববিদ্যালয়ের নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচার স্টাডিজের পরিচালক ড. সাথী গুহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, প্রফেসর ড. রশিদুন নবী, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের উপপরিচালক রাশেদুল আনাম, জনসংযোগ কর্মকর্তা ও পি এস টু ভিসি হাফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সরকার আবদুল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, সাংগঠনিক সম্পাদক তিতলি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান সৈকত প্রমুখ। বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর