শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

প্রাইভেট কারের ওপর ভেঙে পড়ল গাছ

নিজস্ব প্রতিবেদক

প্রাইভেট কারের ওপর ভেঙে পড়ল গাছ

ঘটনাটি জুমার নামাজের আগের। তখন মুসল্লিদের অনেকেই মসজিদের পথে। আবহাওয়াও ছিল স্বাভাবিক। বইছিল মৃদু বাতাস। সেই মুহূর্তে হঠাৎ একটি প্রাইভেট কারের ওপর ভেঙে পড়ে শতবর্ষী গাছ। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে মানুষ ছুটোছুটি শুরু করে। এ ঘটনায় আহত হন ওই প্রাইভেট কারের চালক ও একজন রিকশাচালক। রিকশাচালকের নাম গোলাম মোস্তফা। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

গতকাল দুপুরে রাজধানীর ইন্দিরা রোডে তেজগাঁও কলেজের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে গাছ কেটে চাপা পড়া প্রাইভেট কারটিকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শেরেবাংলা নগর থানার এসআই আজহারুল ইসলাম জানান, প্রাইভেট কারটি এক সেনা কর্মকর্তার। তবে তিনি সে সময় গাড়িতে ছিলেন না। ভিতরে তার মেয়ে ও গাড়ির চালক ছিলেন। রাস্তার পাশে থেমে থাকা গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ে গাছটি।

সর্বশেষ খবর