শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিএনপি আমলে তারা কোর্টকে পকেটে রাখতেন : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বিএনপির আমলে এদেশে কোনো আইনের শাসন ছিল না। তারা কোর্টকে তাদের পকেটের মধ্যে রাখতেন। সেই আমল বদলে গেছে কিন্তু তাদের চিন্তাধারার পরিবর্তন হয়নি। গতকাল দুপুরে নবনির্মিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার ট্রেন বহরে হামলার বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, দীর্ঘ ২২ বছর পর সম্পূর্ণ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ     আদালত এ রায় দিয়েছে। এটাকে ফরামায়েশি রায় কি করে তারা বলে এটা আমি বুঝি না। খালেদা জিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তার অসুস্থতা যতটুকু আছে তার থেকেও যেন বেশি সেবা করা যায় সেজন্যই তাকে হাসপাতালে রাখা হয়েছে। এমন কোনো ব্যক্তি নেই যার সাজা হয়েছে এবং তাকে প্রতিপালনের জন্য বিনা দোষে কারাগার বরণ করছে। সেই ফাতেমাকেও তার (খালেদা জিয়া) সঙ্গে দেওয়া হয়েছে। মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন। তাছাড়া উপজেলা ফরেস্টারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন। কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রশাসন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায়  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ।

রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। পরে মন্ত্রী সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় দলীয় নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর