শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ছুটির দিনে ছাড়-উপহারে জমজমাট ট্যাব মেলা

শেষ দিন আজ

শেকৃবি প্রতিনিধি

সর্বাধুনিক প্রযুক্তির বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের উপস্থিতিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন স্মার্টফোন ও ট্যাব মেলা। গতকাল শুক্রবার মেলার ২য় দিনে বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট পণ্যে বিশেষ মূল্যছাড় ও উপহারের সঙ্গে সঙ্গে সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে জমে উঠেছিল দেশীয় প্রযুক্তিখাতে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আসর। ছুটির দিন থাকায় বড়দের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ মেলায় যোগ করেছিল ভিন্নমাত্রা।

ব্যবহারকারীদের দোরগোড়ায় আধুনিক সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব পৌঁছে দিতে মেলায় অংশ নিয়েছে স্যামসাং, হুয়াওয়ে, মটোরোলা, অ্যাপল, নকিয়া, অপ্পো, শাওমি, ভিভো, আসুস, ম্যাক্সিমাস, রিয়েলমি, ইউমিডিজি, ডিটেল ছাড়াও সুরভী এন্টারপ্রাইজ, মোবাইল আউটফিটারস ও বিজয়সহ বিভিন্ন ব্র্যান্ড ও এ্যাক্সেসরিজ প্রতিষ্ঠান। স্যামসাং সব মডেলে শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ মূল্যছাড়সহ নির্দিষ্ট মডেলে দিচ্ছে ৫০ শতাংশ মূল্যছাড়। পাশাপাশি মোবাইল ব্যাংকিং নগদে পেমেন্ট করলে মিলছে ইন্সট্যান্ট ক্যাশব্যাক। অপ্পো তাদের সব ব্র্যান্ডে  দিচ্ছে লাখপতি অফার। স্মার্টফোনের নতুন ব্র্যান্ড ভিভো নির্দিষ্ট মডেলে ৬ হাজার টাকা পর্যন্ত ছাড়সহ নির্দিষ্ট মডেলে দিচ্ছে ১০০ শতাংশ ক্যাশব্যাক। বিশ্বের প্রথম মোবাইলফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মটোরোলাও এনেছে তাদের সর্বশেষ মডেলের সব স্মার্টফোন, দিচ্ছে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। আয়োজকরা বলছেন, মেলা শুরুর দিন থেকেই ক্রেতা-দর্শনার্থীদের সন্তোষজনক সাড়া মিললেও ছুটির দিনে কেনাবেচা বেশি হচ্ছে। মেলার আহ্বায়ক এক্সপো মেকার’র এজিএম সিরাজুল ইসলাম সার্থক বলেন, ?‘বরাবরই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় তিল ধারণের জায়গা হয় না। সকাল থেকে বেচাবিক্রিও হয় অনেক। এবারও ছাড়-উপহার দিচ্ছে সব ব্র্যান্ড, তাই বিক্রিও বেশি হবে অন্যবারের চেয়ে।’ ৩ দিনব্যাপী এই মেলার পর্দা নামবে আজ শনিবার। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবে।

সর্বশেষ খবর