রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দুই মাসে বজ্রপাতে ১২৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মে এবং জুন মাসে বজ্রপাতে সারা দেশে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এ দুই মাসে বজ্রাঘাতে আহত হয়েছেন ৫৩ জন। গতকাল সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের প্রকাশিত এক গবেষণা তথ্যে এ কথা বলা হয়েছে।

সংগঠনটির হিসাব মতে, গত দুই মাসে নিহতদের মধ্যে ২১ জন নারী, ৭ জন শিশু এবং ৯৮ জন পুরুষ। এর মধ্যে মে মাসে নিহত হয়েছেন ৬০ জন এবং জুনে ৬৬ জন। মে মাসে নারী ৯ জন, শিশু ৩ জন এবং ৪৮ জন পুরুষ নিহত হয়েছেন। একই সঙ্গে মে মাসে আহত হয়েছেন ২৮ জন। জুন মাসে মোট নিহত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে নারী ১২ জন, শিশু ৪ জন এবং ৫০ জন পুরুষ নিহত হয়েছেন।

এ ছাড়া জুন মাসে বজ্রাঘাতে মোট ২৫ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলায়। এ জেলায় গত দুই মাসে বজ্রপাতে নিহত হয়েছেন ১৬ জন।

এ ছাড়া সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলায় বজ্রপাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর