রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

খাই খাই রাজনীতিতে মানুষ বঞ্চিত

-মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, খাই খাই রাজনীতির কারণে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ ন্যায্য অধিকার বঞ্চিত রয়ে গেছে। সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ আজ অসহায়। গতকাল পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত মহানগর ও থানা দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশ নেন আলহাজ আবদুর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, শহিদুল ইসলাম কবির প্রমুখ।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আদর্শ জাতি গড়ার কারিগর শিক্ষক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত দেশ গড়ার দায়িত্বে নিয়োজিত পুলিশ, দুর্নীতি দমনের দায়িত্বে নিয়োজিত দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় দেশের ভবিষ্যৎ নিয়ে দেশবাসী শঙ্কিত। অপরদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ঢাকার সড়কে রিকশা বন্ধের সিদ্ধান্ত দেশবাসীকে বিক্ষুব্ধ করে তুলেছে। এ পরিস্থিতিতে নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে ভূমিকা রাখার পাশাপাশি নীতি-নৈতিকতা নিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর