সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে আন্দোলন

------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি  সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, একদলীয় শাসনের বীভৎস  চেহারা দিন দিন প্রকাশ পাচ্ছে। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদের কোনো দরদ নেই। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে দেশের জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, সরকার একদিকে বাজেটে করের                বোঝা চাপিয়ে দিয়েছে, অন্যদিকে ৩২.৮ শতাংশ গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণকে কঠিন সমস্যায় ফেলেছে। তিনি বলেন, তিতাসে প্রতিমাসে সাড়ে ১২ শতাংশ গ্যাস চুরি হয়। এই চুরি ও দুর্নীতি বন্ধ না করে সরকার জনগণের ওপর এর দায় চাপিয়ে দিচ্ছে।

সরকার দেশের পুরো অর্থনীতিকেই যেন গিলে খেতে চাচ্ছে। পীর সাহেব আরও বলেন, সরকারের ভুল নীতি, দুর্নীতি ও লুটপাটের দায় জনগণ নেবে না। আইনে আছে, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলে দাম বাড়ানো যাবে না। তিনি বলেন, বিইআরসি তার আইনি অবস্থান পরিহার করে জনগণের স্বার্থ না দেখে সরকারের দুর্নীতি, লুটপাট ও ভুল নীতির সমর্থনে কাজ করছে। ৬টি গ্যাস কোম্পানির মধ্যে ৫টিই লাভজনক। ১টি সঞ্চালন প্রতিষ্ঠান লাভজনক থাকার পরও নতুন করে সরকারি হুকুমে দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা জনগণের প্রতি বিইআরসির বিশ্বাসঘাতকতা। গণবিরোধী এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। তিনি বলেন, সরকার গ্যাস খাতের লুটপাট ও দুর্নীতি বন্ধ না করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত মড়ার উপর খাঁড়ার ঘা। তিনি বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদেও কোনো দরদ নেই। তিনি আরও বলেন, সিস্টেম লস, চুরি, দুর্নীতি ও লুটপাট বন্ধে কার্যকর উদ্যোগ নিলে গ্যাসের দাম বাড়াতে হবে না।

সর্বশেষ খবর