সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি শ্রমিক যাবে আগামী মাস থেকে

নিজস্ব প্রতিবেদক

আগামী মাস থেকে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি শ্রমিক যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল  মোমেন।

গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি এ তথ্য জানান। আবদুুল মোমেন বলেন, ‘আমাদের শ্রমশক্তির ওপর মালয়েশিয়ার আস্থা রয়েছে।  দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। ফলে এই খাতটি তারা নতুন করে সাজাচ্ছে। আশা করছি, আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে।’ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহ বলেন, বাংলাদেশি জনশক্তি এক অর্থে মালয়েশিয়াকে শক্তিশালী হতে সহায়তা করছে।

আমাদের নতুন সরকারের মানবসম্পদ মন্ত্রণালয় জনশক্তি খাতের কর্মীদের যথাযথ বেতনসহ বিভিন্ন বিষয় নির্ধারণে কাজ করছে। খুব শিগগিরই এই সমস্যা কেটে যাবে।’

প্রসঙ্গত, সরকারিভাবে (জিটুজি পদ্ধতি) কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দুদেশের মধ্যে চুক্তি হয়। তবে বাংলাদেশের ১০ প্রতিষ্ঠানের দুর্নীতি বিষয়ে প্রমাণ  মেলায় বাংলাদেশি কর্মী নেওয়া গত সেপ্টেম্বর  থেকে বন্ধ রেখেছে মালয়েশিয়া।

সর্বশেষ খবর