সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
মানুষের জন্য ফাউন্ডেশন

ছয় মাসে ধর্ষণের শিকার ৩৯৯ শিশু

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সারা দেশে ৩৯৯ জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এর মধ্যে আটজন ছেলে শিশু। ধর্ষণের পর এক ছেলে শিশুসহ মারা গেছে মোট ১৬জন শিশু। এদের মধ্যে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৪৪ জনের ওপর। এছাড়া যৌন হয়রানির শিকার হয়েছে ৪৯জন শিশু। যৌন হয়রানির ঘটনায় আহত হয়েছে ৪৭ জন মেয়েশিশু ও ২জন ছেলেশিশু। দেশের ৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত ৪০৮টি সংবাদ বিশ্লেষণ করে মানুষের জন্য ফাউন্ডেশন এই তথ্য দিয়েছে। সম্প্রতি দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে শিশুদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক শাহীন আনামের পাশাপাশি পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে এই ধর্ষণ প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি জানান, অভিভাবক, শিশু সংগঠন, মানবাধিকার সংস্থা, স্কুল-কলেজ এবং পাড়ার তরুণদের সম্মিলিতভাবে এই অপরাধ ঠেকাতে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর