মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘বিয়াল্লিশের বিপ্লব’

সাংস্কৃতিক প্রতিবেদক

ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে যাত্রাপালা ‘বিয়াল্লিশের বিপ্লব’ মঞ্চায়ন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী।

সংগঠনের নাটক বিভাগের প্রযোজনায় গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এ যাত্রাপালা মঞ্চায়ন করা হয়। প্রসাদকৃষ্ণ ভট্টাচার্য্য রচিত যাত্রাপালাটির নির্দেশনায় ছিলেন ভিক্টর দানিয়েল। ১৯৪২ সাল বাংলাদেশ তথা ভারতবর্ষের রক্তক্ষরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। গ্রাম থেকে গ্রামান্তরে বাংলার মৃত্যুপাগল যুবকরা সেদিন যেভাবে দাবানলের মতো জ্বলে উঠেছিল, জীবনপণ করে নির্ভীক সৈনিকের মতো আমৃত্যু যুদ্ধ করেছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তাদেরই কিছু কাল্পনিক চরিত্রের সমাবেশ এ যাত্রায় চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। এ যাত্রার চরিত্রগুলোর মধ্যে যেমন জন্মভূমি মায়ের মুক্তি সংগ্রামে নিবেদিত বীরসন্তানরা রয়েছে, তেমনি রয়েছে স্বার্থের মোহে অন্ধ ইংরেজের ক্রীতদাস, রয়েছে ঘরের শত্রু বিভীষণের দল।

যারা অব্যাহত রেখেছে দেশমায়ের মুক্তিসংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার কূটকৌশল। পালাটির একপর্যায়ে সাম্রাজ্যবাদী শাসকের প্রলোভনে মত্ত জমিদার তার ¯েœহের নাতি, পুত্র, কন্যা, পুত্রবধূসহ স্বজনদের হারিয়ে উন্মাদ হয়ে যায়। ইংরেজের বিচারে এ আন্দোলনের মূল নায়ক জমিদারপুত্র মহেন্দ্র চৌধুরীর দ্বীপান্তর হয়। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর কালাপানির নির্বাসন থেকে সে আবার ফিরে আসে প্রিয় জন্মভূমির বুকে। দেশজুড়ে যাত্রাশিল্পের যখন ভগ্ন দশা, তখন এরকম একটি কাহিনি নিয়ে উদীচীর শিল্পীকর্মীরা এগিয়ে এসেছে এ শিল্পকে পুনরুদ্ধারে। এভাবেই এগিয়ে যায় যাত্রাপালাটির কাহিনি।

যাত্রাপালাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উদীচীর নাটক বিভাগের নিয়মিত নাট্যকর্মীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর