বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পানিতে ভাসছে চট্টগ্রাম

বান্দরবান সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিছিন্ন, পাহাড় ধস আতঙ্কে মানুষ

প্রতিদিন ডেস্ক

পানিতে ভাসছে চট্টগ্রাম

টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রামের অক্সিজেন মোড় (বাঁমে)। হাটহাজারীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে এখনো ঝুঁকি নিয়ে বসবাস করছে লক্ষাধিক মানুষ (ডানে) -বাংলাদেশ প্রতিদিন

টানা বর্ষণে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল পানিতে ভাসছে। সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ভারি বর্ষণ-পাহাড়ি ঢলে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান ও সুনামগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। খাগড়াছড়িতে চেংঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে প্রায় তিন শতাধিক বাড়িঘর ডুবে গেছে। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় আটকা পড়েছেন ২৫ জন পর্যটক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : টানা বর্ষণে চট্টগ্রাম নগরের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে ভাসছে চকবাজার, বহদ্দারহাটসহ আশাপাশের কাঁচাবাজারগুলো। পানি ঢুকেছে নগরের বিভিন্ন মার্কেটের নিচতলা, বিভিন্ন নিচু এলাকার কলোনি ও ভবনের নিচতলার বাসাগুলোতে। বান্দরবান : বান্দরবানের কেরানীহাট সড়কের বাজালিয়া এলাকায় সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এদিকে বান্দরবানের চিম্বুক সড়কের ৯ মাইল এলাকায় পাহাড় ধসের কারণে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, পাহাড়ে ভারি বর্ষণের কারণে পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরে আসার জন্য জেলা-উপজেলায় মাইকিং করা হয়েছে এবং খোলা হয়েছে ১২৬টি আশ্রয় কেন্দ্র। খাগড়াছড়ি : চেংঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় তিন শতাধিক বাড়িঘর ডুবে গেছে। গতাকাল সন্ধ্যার দিকে পানি বাড়তে থাকায় লোকজন উঁচু এলাকায় স্কুলগুলোতে আশ্রয় নেয়। জেলা প্রসাশন ও পৌরসভা মাইকিং করে পাহাড়ের পাদদেশের পরিবার ও চেংঙ্গী নদীর আশপাশ এলাকার পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে চলে আসার নির্দেশ দিয়েছেন। রাঙামাটি : সোমবার কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়। পুনরায় পাহাড় ধসের চাপা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। ভারি বর্ষণের কারণে রাঙামাটির ঝুঁকিপূর্ণ রাজমণিপাড়া, মুসলিমপাড়া, শিমুলতলী, রিজার্ভ বাজার উন্নয়ন বোর্ড সড়ক ও  রূপনগর পাহাড়ি অঞ্চলে গত ২৪ ঘণ্টা স্বল্প পরিসরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি না হলেও ভারি বর্ষণ অব্যাহত থাকলে বড় ধরনের পাহাড় ধস ঘটতে পারে এমন শঙ্কা সংশ্লিষ্টদের। সুনামগঞ্জ : সুনামগঞ্জে গত দুই দিন ধরে চলা টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের কিছু জায়গা পানির নিচে তলিয়ে যাওয়ায় ওই সড়কে সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে।

 তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকতে শুরু করেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর